🌸 গল্প: "ফুলেদের কান্না-হাসি" 🌸
একটা ছোট্ট বাগান ছিল শহরের এক কোণে। সেখানে লাল-নীল-সাদা-হলুদ নানা রঙের ফুলেরা থাকতো—রোজ, গাঁদা, জুঁই, বেলি আর রঙ্গন।
প্রতিদিন সকালে সূর্য উঠলেই তারা একসাথে গান ধরতো—
"তুমি এসেছো আলো নিয়ে,
আমরা ফুটবো ভালোবেসে!"
তবে একদিন, আকাশ হঠাৎ করে মেঘে ঢেকে গেল। বৃষ্টি পড়লো, ঝড় এল। ফুলেরা কাঁপতে লাগলো।
ছোট্ট জুঁইফুল কাঁদতে কাঁদতে বলল,
— "আমরা কি মরে যাবো?"
রঙ্গন বলল,
— "না রে, বৃষ্টি মানেই তো শেষ না। বৃষ্টি গেলে আবার রোদ আসবে। আর তখন আমরা আরও রঙিন হয়ে ফুটবো।"
পরদিন সকালে, ঝকঝকে রোদ উঠল। ফুলেরা জল মুছে আবার হাসতে লাগল।
ছোট্ট জুঁই এবার বলল,
— "তাহলে কষ্টের পরেই তো আসে রঙিন সকাল!"
সেই থেকে ফুলেরা কষ্ট পেলেও ভয় পায় না। তারা জানে—
"রাত যত গভীর, সকাল তত সুন্দর!"
No comments:
Post a Comment